বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্র আহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ জুন ২০২৩ ২০:০২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২৫ বার।

বগুড়া রেল ষ্টেশনে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকালে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আহতের নাম আব্দুল কাহার। তিনি  লালমনিরহাটের রুস্তম আলীর ছেলে  এবং সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিবিএ এর ছাত্র। বর্তমানে সে বগুড়ার বনানীতে তার ফুফুর বাসায় থেকে লেখাপড়া করে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।

আহতের ছোট ভাই রাকিব আলম বলেন, 'আগামীকাল মঙ্গলবার (৬ জুন) আব্দুল কাহারের সাব-ইন্সপেক্টর (এসআই) পরীক্ষা আছে। তিনি দোলনচাঁপা এক্সপ্রেসে রংপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য বগুড়া রেল স্টেশনে বসে ছিল। এ সময় কিছু দুর্বৃত্তরা স্টেশন কাউন্টারের গেট ভাংচুর করছিল। এমন কাহার সময় দেখার জন্য তার মোবাইল ফোন বের করেন। এটা দেখে ভিডিও করার সন্দেহে কাহারকে দুর্বৃত্তরা প্রথমে মারধর এবং পরে পায়ে ও পাঁজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কাহার  রিকশায় উঠে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে যাওয়ার পথে নিজেই তার ফেসবুক আইডি থেকে রক্তমাখা শরীরে লাইভ করেন । 

বগুড়া রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, 'এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।'


আরও পড়ুন