হিসাব সহকারি নির্যাতনে বাপসা বগুড়া জেলা শাখার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৬ বার।

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর শাহাদত হোসেনকে তার নিজ অফিস কক্ষে ইউপি সদস্য মমতাজ আলী কর্তৃক শারীরিক নির্যাতন ও সরকারি কাজে বাঁধা প্রদানের ঘটনায় তীব্র প্রতিবাদ ও জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।  

 রোববার বাপসা বগুড়া জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক জানে আলম খোকন ও সাংগঠনিক সম্পাদক কেএম সোহাগের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, একজন সরকারি কর্মচারির  সাথে জনপ্রতিনিধির যে ঘটনা অপ্রীতিকর ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কার জনক ও কর্মস্থলে নিরাপদ পরিবেশের পরিপন্থী। এতে বাপসা বগুড়া জেলা শাখা মর্মাহত ও ব্যথিত।    

 


আরও পড়ুন