হিসাব সহকারি নির্যাতনে বাপসা বগুড়া জেলা শাখার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন
শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩২ ।
বগুড়ার খবর
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর শাহাদত হোসেনকে তার নিজ অফিস কক্ষে ইউপি সদস্য মমতাজ আলী কর্তৃক শারীরিক নির্যাতন ও সরকারি কাজে বাঁধা প্রদানের ঘটনায় তীব্র প্রতিবাদ ও জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার বাপসা বগুড়া জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক জানে আলম খোকন ও সাংগঠনিক সম্পাদক কেএম সোহাগের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, একজন সরকারি কর্মচারির সাথে জনপ্রতিনিধির যে ঘটনা অপ্রীতিকর ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কার জনক ও কর্মস্থলে নিরাপদ পরিবেশের পরিপন্থী। এতে বাপসা বগুড়া জেলা শাখা মর্মাহত ও ব্যথিত।
আরও পড়ুন