কাহালুতে উন্নয়ন মেলার সমাপনীতে পুরস্কার প্রদান

কাহালু(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অংশগ্রহণে তিনদিনব্যাপী উন্নয়ণ মেলার সমাপনী অনুষ্ঠান  মঙ্গলবার বিকেলে উপজেলা বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হয়। সমাপণী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহন করা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার প্রদান করা হয়। 

       উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, কাহালু সদর ইউপি চেয়ারম্যান পিএম বেল্লাল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ হোসেন আলী।

       অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর মেয়র ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচিব বৃন্দ।