বগুড়ার শেরপুরে উন্নয়ন মেলার সমাপনী
শেরপুর(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আয়োজিত তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠান মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেন, গ্রামকে শহরে রুপান্তর করা হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছেন। আর এজন্যই স্থানীয় সরকারকে শক্তিশালী করণের উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ জাহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সমাপনি অনুষ্ঠানে মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টলকে পুরস্কৃত করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।