বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহাজাদী আলম লিপির মনোনয়ন ফরম উত্তোলন

সারিয়াকান্দি উপজেলা (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩ ২১:০৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭০ বার।

মেধা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও  দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক শাহাজাদী আলম লিপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়াই করার ঘোষণা দিয়েছেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিস থেকে এলাকার  গণ্যমান্য ব্যক্তি ও মুরুবিদের সাথে নিয়ে হাটশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মেহেদী হাসান ( আলো) তার চাচী শাহাজাদী আলম লিপির পক্ষে মনোনয়ন ফরম সগ্রহ করেছেন।

বুধবার দুপুরে শাহজাদী আলম লিপি বলেন, 'বগুড়া-১ আসনে সংসদ  নির্বাচনে  ক্লিন ইমেজের  মানুষের শুন্যতা থাকায় এবং ভোটারদের দাবীর প্রেক্ষিতে নির্বাচন করা ঘোষণা দেন।'

তিনি বলেন, 'দুই বছর ধরে এলাকার মানুষের কাজ করে যাচ্ছে। সুখে দু:খে  তাদের পাশে আছি । তাদের মূল্যবান ভোটে  এমপি নির্বাচিত হতে পারলে নির্বাচনী এলাকার যমুনা ও বাঙ্গালী নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান। সারিয়াকান্দি- সোনাতলা এলাকার চরাঞ্চলের অবহেলিত  মানুষের জীবন মান উন্নয়ন, বেকার সম্যসা সমাধান ও মাদকমুক্ত নির্বাচনী সহ এলাকার সার্বিক উন্নয়ন করব।