ওয়ার্নারের বিদায়ী সিরিজে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৫ ।
খেলাধুলা
পঠিত হয়েছে ১১ বার।

চলতি মাসেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ শেষেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। বিদায়ী টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়ার্নারকে অজি দলে রাখা হয়েছে।


গত জুনেই নিজের অবসরের কথা জানিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু ফর্মহীনতার কারণে টেস্টে দলে তার সুযোগ পাওয়াটা অনিশ্চয়তার মধ্যে ছিল। কারণ, ২০২০ সাল থেকে টেস্টে মাত্র একটি সেঞ্চুরি করেছেন তিনি।

২০১৯-২০২০ থেকে তার ব্যাটিং গড় মাত্র ২৮। এতে ঘরোয়া আসরে দারুণ পারফরমেন্সে ওয়ার্নারের জায়গায় দলে সুযোগের পথ তৈরি করে রেখেছিলেন ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস ও ম্যাট রেনশ। তবে পার্থে সিরিজের প্রথম টেস্টে ওয়ার্নারের ওপর ভরসা রেখেছে অজি নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির ভাষ্য, দলে জায়গা পেতে স্বল্প থেকে মধ্যমেয়াদী সুযোগ আসবে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে, তাদের সেরাটা দেখার জন্য আমার উন্মুখ হয়ে আছি। তাদের মধ্যে অনেকে প্রধানমন্ত্রী একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে সপ্তাহের শেষ দিকে খেলার সুযোগ পাবে।

বেইলি যোগ করেন, প্যাট কামিন্সের নেতৃত্বে এই দল দীর্ঘ সময় ধরে একটা শক্তিশালী দল হয়ে উঠেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দলের প্রথম টেস্টে খেলার সুযোগ পেয়েছে তারা।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পিনার নাথান। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তিনি। অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন নাথান। আর মাত্র ৪ উইকেট পেলেই বিশ্বের অষ্টম ও চতুর্থ স্পিনার হিসেবে টেস্টে পাঁচশ উইকেটের মালিক হবে তিনি। তার ফেরায় দল থেকে বাদ পড়েছেন স্পিনার টড মার্ফি।

এদিকে পেস আক্রমণে থাকছেন অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড। দলে নতুন মুখ পেসার ল্যান্স মরিস। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে ৭৪ উইকেট শিকার করেছেন তিনি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনকে রাখা হয়েছে।

১৪ ডিসেম্বর থেকে পার্থে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু করবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরপর ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে এবং ৩ জানুয়ারি থেকে সিডনিতে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন ও ল্যান্স মরিস।