উপজেলায় প্রার্থী হওয়া এমপি-মন্ত্রীর স্বজনদের তালিকা হচ্ছে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪ ১৪:২৮ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া এমপি-মন্ত্রীর স্বজনদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২০ এপ্রিল) ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, ‘পরবর্তী ধাপে যারা নতুন করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবে তাদের তালিকাও করা হবে।’

 

উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। এখনও এমপি, মন্ত্রীর স্বজনরা মাঠে। এতে আওয়ামী লীগের নির্দেশনা অপেক্ষিত হচ্ছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এখনও প্রত্যাহারের দিন বাকি আছে। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রত্যাহারের শেষদিন বলা যাবে কারা নির্দেশনা মানছে না।’

 

ওবায়দুল কাদের বলেন, ‘স্থানীয় নির্বাচনে এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

 

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে বিএনপি।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের উপজেলা পর্যায়ে নির্বাচন হচ্ছে। সামনে প্রথম পর্যায়ের নির্বাচন হবে। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন এই প্রক্রিয়া বন্ধ থাকবে।’

 

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।