দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ ১৫:৪৮ ।
দেশের খবর
পঠিত হয়েছে ১০ বার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, তাপদাহের কারণে প্রতিকূল পরিস্থিতিতে সারা দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও বয়স্ক ও শিশুরা যেন প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যায়, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন তিনি।

 

রবিবার (২১ এপ্রিল) সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। 

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাপদাহের কারণে কোল্ড কেস (যাদের এখন ভর্তি হবার দরকার নেই) এ মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

 

এ ছাড়া বয়স্ক ও শিশুরা যেন প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যায়, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন তিনি।

 

তিনি বলেন, আপনারা দেখেছেন  জলবায়ু ব্যাপক পরিবর্তন ঘটেছে। সম্প্রতি দুবাইয়ের মতো দেশ  বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রচুর তাপদাহ চলছে। তাই প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না, বিশেষ করে বয়স্ক এবং শিশুরা।