নদীতে ডুবে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ ১৯:৩২ ।
দেশের খবর
পঠিত হয়েছে ১৩ বার।

রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে কাটাখালি থানাধীন শ্যামপুর বালুরঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন, কাটাখালি পৌর এলাকার বাখরাবাজ গ্রামের নুর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান, লিটনের ছেলে আরিফ এবং রেন্টুর ছেলে যুবরাজ। তারা প্রত্যেকেই কাটাখালিতে অবস্থিত জামিয়া উসমানিয়া হুসানিয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, ‘মঙ্গলবার দুপুর একটার দিকে একটি মাদ্রাসার সাতজন শিক্ষার্থী নদীতে গোসলে নামে। এ সময় চারজন নদী তীরে ফিরে আসতে পারলেও তিনজন নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দমকল বাহিনীতে খবর দিলে দমকল বাহিনীর একটি ইউনিট এসে থেকে তিন কিশোরকে উদ্ধার করে এবং দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ডা. মো. আলভী বলেন, ‘হাসপাতালে তিনজনকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তিনজনই মারা গেছেন।’