বগুড়ায় রেল লাইনের ক্লিপ খোলার সময় আটক ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪ ১৬:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৬৯ বার।

বগুড়ায় রেললাইনের প্যান্ডেল ক্লিপ খোলার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে বগুড়া রেলওয়ে ফাড়ি পুলিশের কাছে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার কৈচর এলাকা থেকে এ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে চারটি প্যান্ডেল ক্লিপ পাওয়া গেছে। এদিকে ক্লিপ খুলে নেওয়ার ঘটনায়  রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বগুড়া থেকে ছাড়তে দেরী হয়। 

 

আটককৃতরা হলেন- সদর উপজেলার  কৈচর এলাকার হেলাল উদ্দিনের ছেলে বকুল মিয়া  ও শহরের চক সূত্রাপুর চামড়া গুদাম এলাকার সুবীরের ছেলে সাধন রবিদাস। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক খাইরুল ইসলাম। 

 

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

এদিকে, বগুড়া রেলওয়ের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান জানান, রেল লাইনের প্যান্ডেল ক্লিপ খোলার খবর পেয়ে রাতেই সেখানে গিয়ে দ্রুত নতুন ক্লিপ লাগিয়ে রেললাইন সচল করা হয়। প্যান্ডেল ক্লিপ খোলায় ট্রেন দুর্ঘটনার আশঙ্কা ছিল। এছাড়াও রেললাইন থেকে প্যান্ডেল ক্লিপ চুরির বিষয় জানতে পেরে নিরাপত্তার জন্য রংপুর এক্সপ্রেস ট্রেনটি বগুড়া রেলস্টেশনে রাত দুইটা ১৭ মিনিট থেকে থামিয়ে রাখা হয়েছিল।