মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৪ ২০:৫২ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৪৮ বার।

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ মে) সন্ধ্যার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

 

 

ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ  এ নিশ্চিত করেছে।

 

জানা গেছে, মিল্টনকে গ্রেপ্তারের বিষয়ে রাত সাড়ে ৮টায় সাংবাদিকদের ব্রিফিং করবেন ডিবিপ্রধান।

 

মানব সেবার নামে কথিত প্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে।

 

সম্প্রতি ‘মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর মিল্টন সমাদ্দার’ এবং ‘জীবনের ধাপে ধাপে প্রতারণা’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়।

 

এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশও দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।