নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নওগাঁয় হাতেখড়ি প্রতিষ্ঠানের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৪ ১৩:১০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

চিত্র প্রদর্শনী, সন্মাননা প্রদান, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে

নওগাঁ'র চিত্রাঙ্কন, আবৃত্তি ও যন্ত্র সংগীত প্রশিক্ষণের প্রতিষ্ঠান "হাতে খড়ি" র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতেখড়ি'র পরিচালক মাগফুরুল হাসান বিদ্যুৎ। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমী'র কালচারাল অফিসার মো: তাইফুর রহমান, সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং ইঞ্জিনিয়ার এনামুল হক বাবু। 

প্রতিষ্ঠানের শিশুদের আঁকা ৫৪টি চিত্রকর্ম নিয়ে দিনব্যাপি চিত্র প্রদর্শনী'র আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নাট্যকলায় এ এস এম জহুরুল ইসলাম ইদুল, আবৃত্তির ক্ষেত্রে রফিকুদ্দৌলা রাব্বী, চিত্রাঙ্কন বিষয়ে আশরাফুল ইসলাম লিটু'কে সম্মাননা প্রদান করা হয়। 

পরে শিশুরা বিভিন্ন শিরোনামে শিশুতোষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।