বগুড়ায় দুই ভোট কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ মে ২০২৪ ২০:০৩ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১০৬ বার।

বগুড়ার গাবতলীতে দুটি ভোট কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। 

বুধবার সকাল ও দুপুরে পৃথক দুটি কেন্দ্রে এসব ঘটনা ঘটে বলে গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাউড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লুৎফর রহমান (৩৭) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। 

 

তিনি উপজেলার বাহাদুরপাড়ার তফিজ উদ্দিনের ছেলে। 

প্রথমে তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

আহত ওই যুবকের অভিযোগ, আনারস প্রতীকের প্রার্থী রফিনেয়াজ খান রবিনের লোকজন তার ঘাড়-পিঠসহ তিন জায়গায় ছুরিকাঘাত করে।

 

এ ছাড়া দুপুর ১টার দিকে গাবতলী পৌর এলাকার পুর্বপাড়া কেন্দ্রে কামাল (২২) নামের একজনকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করলে তাকেও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

 

তিনি ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং ঘোড়া প্রতীকের অরুন কুমার চক্রবর্তী সিটনের সমর্থক। 

 

সিটনের দাবি, নারুয়ামালা এবং পূর্বপাড়া কেন্দ্রে তার দুই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে আনারস প্রতীকের প্রার্থী রফিনেয়াজ খান রবিনের লোকজন। 

 

বিষয়টি জানতে রফিনেয়াজ খান রবিনের নম্বরে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “এখনও কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”