বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শেরপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৪ ১৮:৪১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১৮ বার।

বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জের সদর উপজেলার নয়াপাড়া গ্রামের মালেক মিয়ার ছেলে। শনিবার (১৫জুন) সাড়ে দশটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগাবটতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী (ঝিনাইদহ ট-১১-১১৭৮) দ্রুতগতির একটি মালবাহী ট্রাক মহাসড়কের ঘোগা বটতলা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণে ফেলেন। পাশাপাশি একইদিকে যাওয়া অপর একটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে চালক আব্দুল আলীম ছিটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

জানতে চাইলে শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় চালক-হেলপার কাউকে আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাকটি সনাক্তকরণসহ চালক-হেলপারদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় দুর্ঘটনাজনিত মামলা নেওয়া হবে বলে জানান তিনি।