নওগাঁয় শিক্ষকদের মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মসূচি পালন
নওগাঁ প্রতিনিধি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও পূর্ণ দিবস কর্ম বিরতি কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা দুপুরে শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন, কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহেদ ফেরদৌস, আল মামুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর টিপু সুলতান, আলমাস হোসেন চৌধুরী, জিলা স্কুলের শিক্ষক এস এম জিল্লুর রহমান, জুলফিকার আলীসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে শতভাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদায়নসহ বিভিন্ন দাবিতে শিক্ষাভবনে অবস্থান নেন মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তারা। এসময় প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের ওপর ন্যাক্কারজনক হামলাসহ শিক্ষিকাদের লাঞ্ছিত করা হয়। এমন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।