ভারতে কী করছেন শেখ হাসিনা?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৮ ।
দেশের খবর
পঠিত হয়েছে ২১ বার।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার জন্য মাত্র পৌনে এক ঘণ্টা সময় পেয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে আছেন এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে ভারতের কোন স্থানে আছেন, কী করছেন তিনি সেই তথ্য এখনও জানা যায়নি। 

 

বিক্ষোভকারীরা যখন ৫ আগস্ট গণভবনের দিকে অগ্রসর হচ্ছিল, তখন শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে বিমান বাহিনীর ঘাঁটিতে যান। নরেন্দ্র মোদির সরকার নিশ্চিত করেছে যে, তিনি ভারতে আছেন। তবে এর বেশি কিছু বলতে রাজি হচ্ছে না তারা। 

 

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, পদচ্যুত এই প্রধানমন্ত্রী ভারত সরকারের একটি নিরাপদ বাড়িতে রয়েছেন। তার সঙ্গে আছেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। কেউ কেউ দাবি করেছেন, সফরসঙ্গীদের নিয়ে রাজধানীর অন্যতম অভিজাত পার্ক লোধি গার্ডেনে শেখ হাসিনাকে ঘুরে বেড়াতেও দেখা গেছে।