বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের ছেলে নিহত

সারিয়াকান্দি ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪ ১৫:০৩ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৬৪১ বার।

 বগুড়া সারিয়াকান্দি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকারের ছেলে নিরব সরকার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিরঞ্জন সরকার উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে। নিহত নিরব পাবনা এডওয়ার্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের প্রেম যমুনার ঘাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় নিরব সারিয়াকান্দি কুতুবপুর সড়কে মোটরসাইকেল চালানোর সময় স্লিপ করে সড়কে পরে যায়। এ সময় সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরব রাত ১১ টার দিকে মারা যায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ছাত্রের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা‌‌, দম বা হয়েছে।