পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলা, পুলিশসহ নিহত ৬
পুণ্ড্রকথা ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলায় কমপক্ষে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত হয়েছে।
জঙ্গিরা সোমবার বন্নু জেলার পুলিশ সদর দপ্তর ও বসবাসের জন্য নির্ধারিত কমপ্লেক্সে আক্রমণ চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছে, তাদের অভিযান এখনও চলমান এবং আত্মঘাতী বোমা হামলাকারীরা ভবনের ভেতরে আটকা পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি আরও জানায়, হামলায় তিনজন পুলিশ নিহত হয়েছেন, যারা আক্রমণ প্রতিরোধে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
এদিকে এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। টিটিপির একজন মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের আটক করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে এবং ওই এলাকার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্নু জেলাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তপ্ত উত্তর ওয়াজিরিস্তান জেলার পাশেই অবস্থিত।
এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র: রয়টার্স