আবারও বগুড়ার সাবরুলে যুবককে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার
বগুড়ায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে শাজাহানপুর উপজেলার সাবরুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম রতন আলী। তিনি আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সাবরুল এলাকায় একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপনকে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ কর্মকর্তা ওয়াদুদ আলম বলেন, ‘সন্ধ্যায় উপজেলার সাবরুল বাজার এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। এঘটনায় দুইজন যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলে জানতে পারি। তবে স্থানীয় লোকজন এব্যাপারে কিছু না বলায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘ আহত যুবকদের পরিবার এখনও কেউ থানায় যোগাযোগ বা অভিযোগ করেননি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’