বগুড়ার দু’টিসহ ১২টি কলেজ থেকে কোন শিক্ষার্থীই পাশ করেনি
স্টাফ রিপোর্টার
এবারের এইচএসসি পরীক্ষায় বগুড়ার দু’টি কলেজসহ রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ১২টি কলেজ থেকে কোন পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। কলেজগুলো থেকে মোট ৪৬জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।এর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নাটোর জেলায়।
কলেজগুলো হলো-বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ, গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজ, নাটোরের গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর স্কুল ও কলেজ, নাটোর সদরের বেগম খালেদা জিয়া কলেজ, একই জেলার নলডাঙ্গা উপজেলার সারকুটিয়া স্কুল ও কলেজ এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা মহিলা কলেজ। পাশের নওগাঁ জেলার মান্দা উপজেলার চককামদেব আদর্শ কলেজ, সিরাজগঞ্জ জেলা সদরের চৌগাছা মহিলা কলেজ, এবং ওই একই জেলা সদরের ছাতিয়ানতলা মরিগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। এছাড়া রাজশাহী জেলার তানোর উপজেলার মণ্ডুমালা বালিকা বিদ্যালয় ও কলেজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের শাফিউর রহমান আইডিয়াল কলেজ এবং পাশের চক জাগরু হাইস্কুল ও কলেজ থেকেও কোন শিক্ষার্থী এবার পাশ করেননি।
পাশ না করা কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৬জন পরীক্ষার্থী অংশ নেয় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল কলেজ থেকে। অন্যান্য কলেজগুলোর মধ্যে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি মহিলা কলেজ থেকে ৭জন, নাটোরের গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর স্কুল ও কলেজ থেকে ৬জন এবং একই জেলা সদরের বেগম খালেদা জিয়া কলেজ থেকে ৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এছাড়া নাটোরের অপর দু’টি কলেজ এবং নওগাঁ ও সিরাজগঞ্জের অপর ২টিসহ ৫টি কলেজ থেকে ২জন করে ১০জন অংশ নিয়েছিল। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের অপর ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র ১জন করে ৩জন পরীক্ষার্থী অংশ নেয়।