শীর্ষে বিএনপিপন্থীরা: আছেন জামায়াত ও গণফোরামের সদস্যরাও

বগুড়া আদালতে ১০৭জন সরকারি আইন কর্মকর্তা ও প্যানেল আইনজীবী নিয়োগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪ ১৯:৩৪ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৯০ বার।

বগুড়ায় জেলা জজ আদালত এবং এর অধীন আদালত, বিশেষ জজ আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং প্রশাসনিক ট্রাইব্যুনালে ১০২ জন আইন কর্মকর্তা এবং আরও ৫জন প্যানেল আইনজীবীসহ মোট ১০৭জনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২০ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর মো: মাহ্রুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই নিয়োগের কথা জানানো হয়।


সরকারি আইন কর্মকর্তাদের মধ্যে গভর্নমেন্ট প্লিডার বা সরকারি কৌশুলী (জিপি) পদে ১জন, পাবলিক প্রসিকিউটর (পিপি)পদে ৫জন নিয়োগ পেয়েছেন। অন্যদের মধ্যে ১০জন অতিরিক্ত সরকারি কৌশুলী, ১৮জন সহকারি সরকারি কৌশুলী, ১৯জন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ৪৯জন সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সরকারিভাবে নিয়োগ পাওয়া আইনজীবীদের মধ্যে সিংহভাগই বিএনপিপন্থী। তবে জামায়াতে ইসলামী, গণফোরামের কয়েকজন আইনজীবী নিয়োগ পেয়েছেন। এছাড়া তালিকায় এপিপি হিসেবে আওয়ামীপন্থী এক আইনজীবীর নামও রয়েছে।

 


 জেলা জজ আদালতে গভর্নমেন্ট প্লিডার (জিপি) বা সরকারি কৌশুলী হিসেবে নিয়োগ পেয়েছেন শফিকুল ইসলাম টুকু। পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: আব্দুল বাছেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ও ২ এর পিপি মো: আলী আজগার ও মো: মোজাম্মেল হক, শিশু আদালতের পিপি হিসেবে সুফিয়া বেগম কোহিনূর, বিশেষ জজ আদালতে মো: হারুন অর রশিদ (১) এবং প্রশাসনিক ট্রাইব্যুনালে প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত অপর ৫জন হলেন: মো: জহুরুল হক জাফর, মো: সেলিম রেজা, মো: আব্দুল হান্নান (মাসুদ), মো: মঞ্জুর-এ-আলম (মুন্নু) ও মো: সাজিদ ওয়াসিক বাঁধন।

 


অতিরিক্ত জিপি হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: মো: শাহাদত হোসেন-১, মো: মাহবুব আলম বাবলা, মো: ফজলুল বারী ইন্টু, মো: নুরুল ইসলাম, মো: জাফরুল হাসান জুয়েল, মো: আব্দুল ওয়াহেদ, এটিএম জিন্নুল হক, কো: খায়রুজ্জামান জামান, মো: মাহফুজার রহমান মাসুদ, মো: এমদাদুল হক।

 


সহকারি সরকারি কৌশুলী হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন: মো: আবু বক্কর সিদ্দিক-১, মো: আলমগীর, রাফিয়া আক্তার জানি, মো: মামুনুর রশিদ দুলাল, মো: ফারুক নূর হাসান, মো: আব্দুল ওয়াহেদ আকন্দ হেলাল, মো: জহুরুল ইসলাম খন্দকার, আশরাফুল ইসলাম সুজা, মোছা: সাইয়েদা মার্জিয়া নাজু, মো: এমদাদুল হক খন্দকার, মো: ফারুক আহমেদ, মো: সোহেল রানা সজিব, মো: নূর-ই-আযম, মো: রুহুল আমিন বাবু, মো: শহিদুল ইসলাম, মো: ছানোয়ার হোসেন, মো: আব্দুস সালাম ও মো: বাবুল রহমান।

 


নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং ২-এ যারা সহকারি পাবলিক প্রসিকিউটার বা এপিপি হিসেবে নিয়োগ পেয়েছন তারা হলেন: মো: কারিমুল ইসলাম বকুল, মো: এনামুল হক পান্না, মো: আব্দুর রাজ্জাক মনি, ও মো: আতাউর রহমান আতিক।

 


জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: মোঃ লুফর রহমান প্রামানিক (১), এ, কে,এম শামছুদ্দীন স্বপন, মো: মোস্তফা রেজাউল করিম, এফ,ই,এম আসাদুজ্জামান মাখন, টি.এম তারিকুল ইসলাম সাচ্চু, এ,এ,কে ফজলুল হক, নূর-এ আজম বাবু, মো: রেজানুল ইসলাম রেজা, মো: নাজমুল হুদা পাপন, শাহজাদী লায়লা আরজুমান বানু, মো: মাসফিকুর রহমান তালুকদার রুবেল, আরাফাত খাতুনে জান্নাত নীলা, মো: হাবিবুজ্জামান-১, এস এম মাসুদার রহমান স্বপন, এ,কে,এম হুমায়ুন কবির, মো: মোসলেম উদ্দিন লিটন, মো: আজাদ হোসেন তালুকদার, ইখতিয়ার উদ্দিন ও মো: শফিকুর রহমান শফি।

 


সহকারি পাবলিক প্রসিকিউটর বা এপিপি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন: মো: ওমর ফারুক, মো: তৈয়বর রহমান মণ্ডল, শহিদুল হাসান পলাশ, মো: শারদুল হক, মো: রফিকুল ইসলাম রফিক, রাব্বি রাশেদ রিজভী মিঠু, মো: জাহিদুল হাসান মুনু, আবু হায়াত মো: মোস্তফা কামাল পরাগ, মো: ফরিদ উদ্দিন-২, এটিএম শামছুজ্জামান হিরু, হারুন-অর- রশিদ রুবেল, মো: গোলাম মোস্তফা জিয়ন, মো: রুহুল কুদ্দুস রুহুল, কামাল উদ্দিন, আকতার জাহান লাইজু, জাহাঙ্গীর আলম (কর্ণেল), মো: আরমান হোসেন, শেখ রাজিবুল ইসলাম রাজিব, এ,কে,এম আব্দুল হাকিম, মোছা: সাজেদা বেগম, মোছা: রহিমা খাতুন মেরী, মো: আমিনুল ইসলাম শাহীন, মো: মোস্তাফিজার রহমান বকুল, মো: শিপন আলী, মো: শরিফুল ইসলাম (হীরা), কামরুল হাসান খান (কুণ্ডল), জহুরুল ইসলাম জিয়া, আতোয়ার হোসেন প্রামাণিক (আপন), মো: মিজানুর রহমান, জেসমিন আরা বেগম (সীমা), এসএম এহসানুল হক বাবু, মো: গোলাম মোস্তফা মজনু, মো: বশির আহম্মেদ, মো: জামাল পাশা রানা, মো: উজ্জ্বল হোসেন, মো: আ,ন,ম বজলুর রশীদ (শহীদ), মো: নাজমুল হোসেন, মো: আবু সাঈদ বিলাশ, একেএম মাহমুদুল হাসান রানা, ইন্দ্রজিৎ কুমার ঘোষ, মো: সাইফুল ইসলাম, মো: আতাউর রহমান সবুজ, মো: আরেফুর রহমান, মো: সানাউল সায়েম ও আফরোজা খাতুন। নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ জানান, আগামী ২৩ অক্টোবর বুধবার  তারা দায়িত্ব গ্রহণ করবেন।