সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা হবে, ফারুকীর ঘোষণা
পুণ্ড্রকথা ডেস্ক
প্রায় এক দশক ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানেও অনুষ্ঠিত হয়ে এসেছে অমর একুশে বইমেলা। কিন্তু এবার বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের কথা বাংলা একাডেমিকে এক চিঠির মাধ্যমে জানিয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
তবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বুধবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন, বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান বসবে বইমেলা।
সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমরা গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি, আমাদের সচিব আলোচনা করেছেন। বইমেলা আগের স্থানেই হবে।
বলে রাখা ভালো, গত ৬ নভেম্বর গণপূর্ত মন্ত্রণালয়ের কাছ থেকে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ না দেওয়া সংক্রান্ত চিঠি পায় বাংলা একাডেমি। যদিও এ সিদ্ধান্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গত বছরের ২১ নভেম্বর গ্রহণ করা হয়েছিল বলে জানা যায়।