বগুড়ায় দুই বেকারীকে লক্ষাধিক টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ ১৭:৩০ ।
প্রধান খবর
বগুড়ায় দুই বেকারীকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে চারমাথার শৈলারপাড়া এলাকায় বগুড়া জেলা টাস্কফোর্স কমিটি ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, লামিয়া বেকারী এবং নিউ ফুলকলি বেকারীতে মনিটরিং কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন,উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেয়া,খাদ্য পণ্যে টেক্সটাইল কালার /রং ব্যবহার করা,অগ্রীম ডেট ব্যবহার করা এবং ঢাকা,বাংলাদেশ ঠিকানা ব্যবহার করে ভোক্তা সাধারণের সাথে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে লামিয়া বেকারীকে ৩০ হাজার এবং নিউ ফুলকলি বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়৷
আরও পড়ুন