মুক্তিযোদ্ধা গেজেট থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের নাম বাদ দেওয়ার দাবি
নওগাঁ প্রতিনিধি
ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের নাম মুক্তিযুদ্ধার গেজেট থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। একই সাথে প্রকৃত মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি স্পিকার মরহুম আখতার হামিদ সিদ্দিকীর নাম গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার মুক্তিযুদ্ধ অফিস চত্বরে সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোতাকাব্বের হোসেন, আব্দুর রহমান, এস এম জাহিদুল ইসলাম, মইনুদ্দিন মাস্টার, মোহাম্মদ নুরুন্নবী, প্রজন্ম মুক্তিযোদ্ধা সংগঠনের নেতা এস এম আবু বাশার ও হারুনুর রশিদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধারা বলেন, বিগত ১৬ বছরের স্বৈরশাসনে প্রায় লক্ষাধিক মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছে। যাহা কোন প্রকারেই জাতির কাছে গ্রহণযোগ্য নয়।
স্বৈর শাসনের পতনের আগে মন্ত্রণালয় আট হাজার মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে। শুধু তাই নয় আরো ৫০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল করতে হবে।
সংবাদ সম্মেলনে তারা বলেন, নওগাঁ জেলায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। অবিলম্বে এই দুইজনের গেজেট বাতিল করতে হবে। একই সাথে তোরা বলেন নওগাঁর কৃতি সন্তান জাতীয় সংসদের সাবেক ডিপুটি স্পিকার মরহুম আখতার হামিদ সিদ্দিকী স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে মার্চের প্রথম সপ্তাহে নওগাঁ কেডি স্কুল মাঠে স্কাউট লিডার হিসাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল জলিলের পরামর্শে নিজ এলাকায় তরুণদের অস্ত্র প্রশিক্ষণ ও ও ভারতে যাওয়ার সব ধরনের ব্যবস্থা করে দিতেন। বীর মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম গেজেটে থাকলেও গত ২০১৭ সালে তা স্থগিত করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুক্তিযোদ্ধারা বলেন অবিলম্বে সাধন চন্দ্র মজুমদার ও শহীদুজ্জামান সরকার এর নাম গ্রুপ থেকে বাদ দিয়ে মরহুম আক্তার হামিদ সিদ্দিকীর নাম গেজেটে অন্তর্ভুক্ত করার দাবী জানান তারা।