ঢাকায় হাসিনাসহ ২৯৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, বগুড়ার আসামি ২০জন
স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর হিসাব ভবনের পিছনে রাস্তায় মিছিলে শ্লোগান দেওয়ার সময় হামলা চালিয়ে গুলিবর্ষণে আহত হওয়ার ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৬ জনের নাম উল্লেখ করে ২৯৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। এর মধ্যে বগুড়ার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপির সাবেক এমপিসহ ২০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
ভিকটিম ঢাকার পল্টন এলাকার শাকিব হোসেন সম্প্রতি এ মামলা করেন।
সোমবার বিকালে ডিএমপির রমনা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) তারিক হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।
মামলার অন্যতম আসামিরা হলেন-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ওয়াসার সাবেক এমডি তাকসিম আহমেদ খান, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গা, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাংবাদিক মুন্নী সাহা, সাবেক এমপি চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতা, র্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ প্রমুখ।
বগুড়ার ২০ আসামি হলেন-বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, সাবেক এমপি হাবিবর রহমান, সাবেক এমপি রেজাউল করিম বাবলু, বগুড়া-৪ আসনে বিএনপির সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আবদুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম, যুবলীগ নেতা তরিকুল ইসলাম তারেক, আওয়ামী লীগের গোলাম হোসেন, নাজমুল হক দুলু, আরিফুর রহমান শুভ, ইমান আলী, মাহফুজুর রহমান, সারোয়ার রহমান মিন্টু, নাজমুল আলম খোকন, শাখাওয়াত হোসেন সবুজ, আবুল কাশেম সরদার মঞ্জু ও মাহফুজুর রহমান মাফু।
ভিকটিম ঢাকার পল্টন এলাকার শাকিব হোসেন ডিএমপির রমনা মডেল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই দুপুর ১টার দিকে রাজধানীর হিসাব ভবনের পিছনে রাস্তায় মিছিলে শ্লোগান দেওয়ার সময় হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এতে তিনি (শাকিব) আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কাকরাইলের ইসলামিয়া ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। সুস্থ হওয়ায় গত ১১ ডিসেম্বর মামলা করেন।
এর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় আলী হুসেন নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বগুড়ার ৬১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বগুড়ার ৯ জন সাংবাদিক রয়েছেন।