বগুড়া ডেন্টাল সোসাইটির আহবায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪২ বার।

বগুড়া ডেন্টাল সোসাইটি বগুড়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১০ ডিসেম্বর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ডা: আলহাজ্ব আশিক মাহমুদ ইকবাল স্বাধীনকে আহবায়ক ও ডা: আবু মো: ইউসুফ হাসান মামুনকে সদস্য সচিব মনোনিত করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক ডা: টি.এম শহীদুল ইসলাম শিপন, ডা: ফাইন ডা: ডুরেন, ডা: মো: শাহরিয়ার মতিন এবং কমিটির অন্যান্য সদস্য হলেন- ডা: এইচ এইচ এম রাশেদুজ্জামান, ডা: রাকিবুল হাসান খান, ডা: এস হক সজীব, ডা: জি.এম. ইমরান হোসেন, যা: ফরহাদ হক সঞ্চয়, ডা: অভিজিৎ, ডা: নিতু, ডা: মো: সাহাদুল ইসলাম সাহাদত, ডা: অমিন, ডা: মুশফিকা, ডা: মো: সারোয়ার হোসেন সাফি, ডা: আলভী, ডা: রাব্বি, ডা: নাইম হাসান, ডা তারেক, ডা: সৈয়দ মোস্তাছিম বিল্লাহ হাসিব, ডা: আল আরাফাত অভি, ডা: রাহিক হাসান, ডা: সাখাওয়াত, ডা: বাপ্পি, ডা: তানাজিলা, ডা: আরাফাত হোসেন।