রিমান্ড শেষে কারাগারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী রিভা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এ আদেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে আজ বুধবার শাহবাগ থানার মামলায় রিভাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। একপর্যায়ে আবেদনের প্রেক্ষিতে বিচারক মাসুমা রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১৫ ডিসেম্বর রাতে তামান্না জেনমিন রিভাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। এর পরদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে দুই দিনের রিমান্ডে দেন।