ডায়াপার পরালেই শিশুর র্যাশ হচ্ছে?
পুণ্ড্রকথা ডেস্ক
শীতে শিশুদের অ্যালার্জির সমস্যা বাড়ে। অ্যালার্জি বেশ ভোগায়ও। তা থেকে সর্দিকাশি তো বটেই, ত্বকেও র্যাশ, চুলকানি হতে পারে। এই সময়ে একটানা বেশিক্ষণ ডায়াপার পরিয়ে রাখলেও শিশুর র্যাশ হতে পারে।
অনেক অভিভাবক মনে করেন, শিশুকে ডায়াপার পরিয়ে রাখলে অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। তাই অনেক মা-বাবাই প্রায় তিন বছর বয়স পর্যন্ত সন্তানকে ডায়াপার পরিয়ে রাখেন। কিন্তু এটি ব্যবহারের সময়, নিয়ম ও পদ্ধতি না জানার কারণে শিশুর অস্বস্তি তো হয়ই, তা ছাড়া তার ত্বকেও প্রদাহ হয়।
ডায়াপারের ভুল ব্যবহারের কারণেই শিশুর ত্বকে র্যাশ, অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। তাই সঠিক নিয়ম জেনে ডায়াপার পরানো উচিত। কতক্ষণ ডায়াপার পরিয়ে রাখা যাবে, তা-ও জেনে রাখা জরুরি।
কী কী খেয়াল রাখবেন?
ডায়াপার পরাতেই হবে এমনটা ভাববেন না। কাছাকাছি কোথাও গেলে ডায়াপার পরানোর দরকার নেই। খুব সমস্যা না থাকলে শিশুকে ডায়াপার ছাড়াই রাখুন। ডায়াপার কেনার আগে এর কাপড় দেখে নিন। নরম সুতি কাপড়ের ডায়াপার কিনুন। বাইরে বের হওয়ার সময় ডায়াপার পরালে, কিছুক্ষণ পর পর তা পরীক্ষা করুন। ভিজে গেলে সঙ্গে সঙ্গে ডায়াপার বদলে দিন।
যা করবেন না
সুতির কাপড় ছাড়া অন্য কাপড়ের ডায়াপার পরাবেন না। অন্য ধরনের কাপড়ে ঘষা লেগে শিশুর ত্বক লালচে হয়ে যায়। রাতভর শিশুকে ডায়াপার পরাবেন না। এতে শিশুর স্বাস্থ্যের ক্ষতি হয়। অনেক অভিভাবকই ১২-১৪ ঘণ্টা ডায়াপার পরিয়ে রাখেন। এতে ত্বকে ঘষা লেগে র্যা শ, অ্যালার্জি হয়। ত্বক লালচে হয়ে ফুলে যায়, এমনকি জ্বালা করে।
রাতে শিশুরা মূত্র বেশি ত্যাগ করে। সারা রাত ভেজা অবস্থায় শুয়ে থাকলে শিশুর ত্বকে ভেজা ভাব থেকে র্যাশ হয়। তা থেকে ঠান্ডাও লাগে। তা ছাড়া মল-মূত্র দীর্ঘ ক্ষণ শরীরে লেগে থাকলে তা থেকে সংক্রমণও হতে পারে।