বগুড়ায় নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে বিভাগীয় সমাবেশ
স্টাফ রিপোর্টার
সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবীতে নকল নবিশ এসোসিয়েশন রাজশাহী বিভাগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বগুড়া করতোয়া কনভেনশন হলে এ আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সট্রা-মোহরার/নকল নবিশ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সারা বাংলাদেশে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬২৪৬ জন এক্সট্রা-মোহরার/নকল নবিশদের জাতীয়করণের দাবিতে ১৯৭৩ খ্রিষ্টাব্দ থেকে আমরা আন্দোলন করছি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে ৪৮ দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি।
তিনি বলেন, আমাদের দাবির মুখে মাননীয় আইন উপদেষ্টা চাকরি জাতীয়করণের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। উক্ত কমিটি পরবর্তী ১৪ কার্য দিবসের মধ্যে নকল নবিশদের যাবতীয় তথ্যাদি আইন মন্ত্রণালয় প্রেরণ করেছেন।
তিনি সমাবেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাব-রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার /নকল নবিশদের চাকরি জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার অনুরোধ জানান।
সভায় রাজশাহী বিভাগের আট জেলার নকল নবিশ এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল আমিন সরকার, এসোসিয়েশনের নেতা এস কে রুমেল, আঃ জব্বার, শাহ্ রিপন, মাসুদ রানা, রুবেল পারভেজ প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজিজুল হক এবং সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম।