বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:২৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১০৯৭ বার।

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার আম্বইল গোরতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর  রশিদ। তিনি শেরপুরের ভবানীপুর ইউনিয়নের আমিনপুর উত্তরপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। এছাড়াও তিনি ভবানীপুর ইউনিয়নের সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। 

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার আব্দুর রশিদের বিরুদ্ধে গত ১৫ নভেম্বর ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। এই মামলায় তিনি ১২ নম্বর আসামি। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।