মদ্যপ ব্যক্তির কাণ্ড, ট্রেনের চাকার ফাঁকে চড়ে ২৯০ কিলোমিটার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:১৪ ।
আন্তর্জাতিক
পঠিত হয়েছে ৫০ বার।

ট্রেনের চাকার ফাঁকে ২৯০ কিলোমিটার ভ্রমণ! একমত্ত তরুণের এমন কাণ্ডে হইচই পড়ল মধ্যপ্রদেশে। দানাপুর এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার ওই তরুণ মধ্যপ্রদেশের ইটারসী থেকে ট্রেনে চড়েছিলেন। তবে ট্রেনের কামরায় নয়, কামরার নীচে চাকার কাছে ঝুলে জবলপুর পর্যন্ত যান তিনি। 

 

২৯০ কিলোমিটার যাত্রায় পর তাকে জবলপুর থেকেই আটক করা হয়। সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রেলকর্মীরা জবলপুরে দানাপুর এক্সপ্রেসের কামরাগুলির ‘আন্ডার-গিয়ার’ পরীক্ষা করছিলেন। তখন তারা দেখেন এস৪ কামরার নীচে এক তরুণ লুকিয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে বাইরে বেরোতে বলা হয়। জিজ্ঞাসাবাদের সময় দেখা যায়, তিনি মত্ত অবস্থায় রয়েছেন। ইটারসী থেকে ট্রেনে ওঠার কথাও স্বীকার করেন তিনি। এর পরেই ওই তরুণকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রেল সুরক্ষা বাহিনী ইতোমধ্যেই ওই তরুণের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

 

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, দানাপুর এক্সপ্রেসের একটি কামরার নীচে লুকিয়ে রয়েছেন তরুণ। ক্যারেজ এবং ওয়াগন বিভাগের কর্মীরা তাকে সেখানে লুকিয়ে থাকতে দেখেন। ধমক খাওয়ার পর ওই মত্ত তরুণ ট্রেনের নীচে থেকে বেরিয়ে আসেন। জানান, তিনি ইটারসী থেকে এই ভাবে ট্রেনের নীচে ঝুলে ঝুলে ভ্রমণ করছেন। 

 

ভাইরাল ভিডিয়টি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন রাজেশ বিশ্বকর্মা নামে স্থানীয় এক সাংবাদিক।