বগুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধু নিহত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:২৩ ।
প্রধান খবর
বগুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধু নিহত হয়েছেন। শনিবার সকালে গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রেশমী খাতুন। তিনি গাবতলী উপজেলার বালিয়াদিঘীর কালাইহাটা এলাকার যুবায়ের হোসেনের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।
পুলিশের এই কর্মকর্তা জানান, স্বামী স্ত্রী মোটর সাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে সুখানপুকুর এলাকায় অসাবধানতাবশত স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় পিছনে থাকা একটি বালুবাহী ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন