বগুড়ায় নানা আয়োজনে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:১৫ ।
দেশের খবর
পঠিত হয়েছে ২৪ বার।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে । এদিন বিকেলে সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

র‌্যালী শেষে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করা হয়।জাসাস বগুড়া জেলা কমিটির সভাপতি ওয়াদি মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, শেখ হাসিনা গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ এবং এর সাংস্কৃতিক অঙ্গণকে নানাভাবে কলুষিত করেছিল।তার পতনের পর এখন বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিককে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।আমরা বাংলাদেশের গান শুনতে চাই। বাংলাদেশের মানুষের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করতে চাই। আশাকরি জাসাস সেই দায়িত্ব পালন করে যাবে। মাগরিবের নামাজের পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাটক গান এবং ব্যান্ড শো’র আয়োজন করা হয়।