২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াত নেতা দেলোয়ার হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার চৌমুহুনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোটরসাইকেল যোগে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। গুয়াবাড়িঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।