২০২৪ সালে ৩৭ হাজার রুশ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের নৌবাহিনী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৫ ১০:১৯ ।
আন্তর্জাতিক
পঠিত হয়েছে বার।

২০২৪ সালে ৩৭ হাজারেরও বেশি রাশিয়ান ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের নৌবাহিনী। নববর্ষের প্রথম দিন বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির নৌ ইউনিট।

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট।

 

নৌবাহিনী একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ধ্বংস করা ড্রোনের মধ্যে রয়েছে রাশিয়ান স্ট্রাইক ড্রোন, অপারেশনাল এবং ট্যাকটিক্যাল আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি), ফার্স্ট-পারসন-ভিউ (এফপিভি) ড্রোন, স্ট্রাইক ইউএভি এবং শাহেদ-টাইপ অ্যাটাক ড্রোন।

 

এ সময়কালে ইউক্রেনের নৌবাহিনী পাঁচটি রাশিয়ান জাহাজ এবং ৪৫৮টি জলযানও ধ্বংস করেছে।

 

 

নৌবাহিনী জানিয়েছে, রাশিয়ার ইউএভি ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে ৩৫ হাজার ৬৭০টি ধ্বংসকৃত এফপিভি ড্রোন এবং ১ হাজার ১৪০টি স্ট্রাইক ড্রোন।

 

ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ অলেক্সান্ডার সিরস্কির মতে, ২০২৪  সালে রাশিয়ান বাহিনী উচ্চ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। গত বছর প্রায় ৪ লাখ ২৭ হাজার রুশ সৈন্য নিহত বা আহত হয়েছে।

 

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পুরোদমে অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে ইউক্রেন জোরেশোরে ড্রোন উৎপাদন শুরু করে। তারা নৌবাহিনীর ড্রোনও তৈরি করে। 

 

এদিকে মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে, কৃষ্ণসাগরে একটি নৌ ড্রোন (চালকবিহীন জলযান) ব্যবহার করে রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংস করেছে তারা। এতে রাশিয়ার আরেকটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়। 

 

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিইউআর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, গতকাল মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিম উপকূলে কেপ তারখানকুতের কাছে লড়াই চলার সময় ক্ষেপণাস্ত্রবাহী মাগুরা ভি ফাইভ সামুদ্রিক ড্রোন রাশিয়ার এমআই-৮ হেলিকপ্টারকে আঘাত করে।