বগুড়ায় শিবিরের সাবেক নেতাকর্মিদের মিলন মেলা শনিবার

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৫ ১৬:১৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৮৬ বার।

বর্নাঢ্য আয়োজনে আগামীকাল শনিবার বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মি, সার্থী ও সদস্যদের মিলন মেলা। শহরের টিটু মিলনায়তনে এই মিলন মেলা আয়োজন করেছে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা। সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হবে। ইতোমধ্যেই টিটু মিলনায়তনের ভেতরে ও বাইরে আকর্ষনীয় করে সাজানো হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রিয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক। বগুড়া শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন জানান, মিলন মেলা আকর্ষনীয় করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই হাজারেরও অধিক নেতাকর্মি রেজিষ্ট্রেশন করেছেন। টিটু মিলনায়তনের ধারন ক্ষমতা কম হওয়ায় মিলনায়তনের বাইরে প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বাদ জোহর মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।