আত্রাইয়ে শিয়ালের কামড়ে তিন নারী-শিশু আহত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৫ ১৮:০২ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১০ বার।

 নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের বিশা উত্তর পাড়া গ্রামে।

স্থানীয়রা জানান,এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ বিশা উত্তর পাড়া গ্রামের পিন্টু শেখের দুই মেয়ে মিতু খাতুন (২৭) ও মিম আক্তার (১২) বাড়ীর সামনে বসে প্রতিবেশিদের সাথে গল্প করছিল। এসময় শিয়াল দৌড়ে এসে মিতুর পায়ে কামড় ধরে। এসময় শিয়ালের পায়ের আঁচরে মিম আক্তার ও আহত হয়। এর আগে একই দিন বেলা আড়াইটা নাগাদ ওই গ্রামের বাবলু প্রামানিকের স্ত্রী শাহিদা বিবি(৪২) বাড়ীর পাশে বাঁশ ঝাড়ে রান্নার জন্য কুঞ্চি আনতে যায়। এসময় শিয়াল এসে পিছন থেকে পায়ে কামড় ধরে। এতে শাহিদা বিবিও আহত হয়। আহতদের মধ্যে মিতু খাতুন ও শাহিদা বিবিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গ্রামের বাসিন্দা জামাল শেখ জানান,শিয়ালের এমন আক্রমনে বিশেষ করে ছোট শিশুদের নিয়ে গ্রামবাসী আতংকিত হয়ে পড়েছে।