শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
পুণ্ড্রকথা ডেস্ক
বিমান সংস্থা এবং ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, শীতকালীন ঝড়ের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। আরও হাজার হাজার ফ্লাইট দেরীতে উড্ডয়ন করেছে।
ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, "প্রত্যাশার চেয়েও খারাপ শীতকালীন আবহাওয়ার" কারণে আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচটি রানওয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিলো।
ওই বিমান সংস্থাটি আরও জানিয়েছে, ‘শুক্রবার আমাদের নেটওয়ার্ক জুড়ে প্রায় ১,১০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।’ ইঞ্জিনের সমস্যার কারণে আটলান্টায় একটি ডেল্টা বিমানের উড্ডয়নও বাতিল করতে হয়েছিল।
ডালাস ফোর্ট ওয়ার্থ (টেক্সাস) এবং শার্লট ডগলাস (উত্তর ক্যারোলিনা)ও খারাপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুসারে দুটি বিমানবন্দরে ১,২০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ট্র্যাকিং ওয়েবসাইটটি শুক্রবার একাধিক বিমানবন্দরে মোট ৩,০০০ টিরও বেশি বাতিলকরণ রেকর্ড করেছে।
সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই শীতকালীন ঝড়ের কবলে পড়েছিল, যার ফলে কমপক্ষে পাঁচজন মারা গিয়েছিল। দেশের মধ্য ও পূর্বাঞ্চলে এটি বয়ে যাওয়ার সাথে সাথে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছিল।
কিছু জায়গায় তাপমাত্রা ০° ফারেনহাইট (-১৮° সেলসিয়াস) এর নিচে নেমে গেছে এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়েছে পড়েছে।