নওগাঁয় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৫ ১৮:৫৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল  নওগাঁ পৌরসভা কমিটির উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ১১ জানুয়ারী) বিকাল ৪টা থেকে মুক্তির মোড়ে  বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।  

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ পৌর কৃষক দলের সভাপতি এস এম রাশিদুল আলম সাজু।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি'র জেলা কমিটির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ সমবায় বিষয়ক সম্পাদক মোঃ নজমুল হক সনি, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু,  জেলা বিএনপি'র যুগ্ম সসম্পাদক  শহিদুল ইসলাম টুকু, যুগ্ম সম্পাদক শফিউল আযম রানা, যুগ্ম সম্পাদক মামুনুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান বেলাল,  বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, জেলা বিএনপি'র সদস্য মাসুদ হাসান তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন বিএনপি যখন দেশের ক্ষমতায় ছিল তখন কৃষকদের অভাবনীয় উন্নতি ও কল্যান হয়েছিল। বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন এবং বাগান সৃজনের মাধ্যমে  কৃষি ও কৃষকদের উন্নয়নে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করে কৃষির আমুল পরিবর্তন করেছিলেন। 

আর ফাসিবাদ আওয়ামী লীগ কৃষকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা নিজেদের পকেট ভারি করতে গিয়ে,এসব কৃষকদের ভাগ্যের  উন্নয়ন কিছুই করেনি।