পুলিশের হাতে আটক নেহা! প্রকাশ্যে এলো ভাইরাল ছবির আসল ঘটনা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৫ ১৭:০৫ ।
বিনোদন
পঠিত হয়েছে ৭৮ বার।

সংগীতশিল্পী নেহা কক্করকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। নেহার চোখে পানি।— এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল। আর এ ছবি ঘিরেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে এলো সেই ঘটনা।

 

জানা গেছে, একটি অনলাইন প্রতারণায় ফেঁসে গেছেন গায়িকা নেহা কক্কর। তবে সত্যিই কি নেহা বিপদের মুখে পড়েছেন। সম্প্রতি ছবি বিকৃত করে হরহামেশাই বিব্রত করা হচ্ছে তারকাদের। কখনো তাদের ছবি নিয়ে পোশাক বিকৃত করা, আবার কখনো ছবি নিয়ে সম্পূর্ণ মনগড়া কিছু বানানো। এ ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। 

 

তবে নেহার যে গ্রেফতারির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা আসল নয়; নকল ছবি। সেটি আসলে এআই দ্বারা তৈরি করা হয়েছে। প্রযুক্তির বিড়ম্বনায় যেন নাজেহাল তারকারা। গায়িকা নেহার ক্ষেত্রোও তাই ঘটেছে। যদিও নেহা এ ভাইরাল ছবিতে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ যেমন নেহার প্রতি দুঃখপ্রকাশ করেছেন, কেউ আবার উচ্ছ্বসিত। 

 

যদিও এই নকল ছবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি গায়িকা নেহা কক্কর। মাঝেমধ্যেই এ সংগীতশিল্পীকে নিয়ে নানা বিতর্ক শোনা যায়। কখনো নেহার বিবাহবিচ্ছেদের কথা কানে আসে, আবার কখনো শোনা যায় গায়িকা অন্তঃসত্ত্বা। আট বছরের ছোট স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিয়ে থেকেই ফিরে এসেছে বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে বারবার সব জল্পনায় পানি ঢেলেছেন গায়িকা।