আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৫ ১৭:২৬ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৯২৩ বার।

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী ও একজন পুরুষকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ  জানান, গতকাল (সোমবার) রাতে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে পপুলার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 

ওসি বলেন, যাত্রাবাড়ী আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সে মোতাবেক সোমবার পপুলার হোটেলে অভিযান চালিয়ে ১১ নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, যাত্রাবাড়ীর কোনো হোটেলেই অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। কোনো হোটেলের অভিযোগ পেলে অভিযান চালানো হবে।