ৎ
বগুড়ায় মোজাহার ডাক্তারের স্ত্রীর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৫ ১৭:২৭ ।
দেশের খবর
বগুড়ার বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডাক্তার মোজহারুল ইসলাম এর সহধর্মিনী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ সমীক্ষার শাশুড়ি জোবেদা খাতুন গত ১৪ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ব্রেইন স্ট্রোকের পর কয়েক বছর অচেতন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি সাত সন্তানের জননী। তার ছেলে ব্রিগেডিয়ার ডাক্তার মোঃ নিয়ামুল গনি। অন্য সন্তানরাও উচ্চশিক্ষিত। বুধবার বাদ জোহর বগুড়া শহরের বৃন্দাবন পাড়া মসজিদে তার নামাজে জানাজা করা হয়। পরে বৃন্দাবন পাড়ায় পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
আরও পড়ুন