বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৫ ১৯:১০ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৪০ বার।

রাজধানীর বাংলামোটরে রূপায়ণ সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।


আহত সাতজনের নাম জানা গেছে। তারা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজে জান্নাতুল মিম (২২), আবরার (২২), আলামিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের ছাত্র আসিফ (২৪) ও ডেমরা বড় মাদরাসার ছাত্র মাসুদ (২৪)।

এ বিষয়ে আহত আল আমিন বলেন, ‘যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময়সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের একজন সহযোদ্ধার ওপর হামলা চালানো হয়।


পরে কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয় নিয়ে কথা বলতে এলে নাঈম আসাদ বিন রনি, রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের ওপরে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে।’
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি মারামারির বিষয়ে আরো জানব। দুই গ্রুপের সঙ্গে কথা বলব।


তারপর এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।
আরেক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বিষয়টা দেখব, জানব তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা এ বিষয়ে কর্নসান, এ ধরনের ঘটনা আমরা চাই না।’