বিশ্ব ইজতেমা: রবিবার সকাল ৯টায় আখেরি মোনাজাত
পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪ ।
ধর্ম ও জীবন
আগামীকাল রবিবার সকাল ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আজ শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্র শুরায়ে নেজাম আয়োজক কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রিফিং করেন মুফতি কেফায়তুল্লাহ আজহারী। এসময় সঙ্গে ছিলেন প্রকৌশলী মাহফুজ হান্নান, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মোহাম্মদ আলী এবং শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।