বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে ফেরার পথে লাশ হলেন রেহেনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ২১০ বার।

বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে নওদাপাড়া এলাকায় বগুড়া রংপুর মহাসড়কের টিএমএস সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম রেহেনা বেগম(৩০)। তিনি বগুড়া সদরের দশটিকা দক্ষিণপাড়া এলাকার সবুজ সরকারের স্ত্রী। এসময় সবুজ সরকারও গুরুতর আহত হয়েছেন। এঘটনায় ট্রাকচালক ও ট্রাক আটক করেছে পুলিশ।  এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান। 

পুলিশের এই কর্মকর্তা জানান,  সোমবার সন্ধ্যায় সবুজ সরকার তার স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে মোটরসাইকেলযোগে মহাস্থান এক আত্মীয়ের মরদেহ দাফন করতে  গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে সবুজ সরকার টিএমএসএস পাম্প থেকে মোটরসাইকেলের তেল নেওয়ার পর রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান৷ এবং গুরুতর আহত হন সবুজ সরকার। পরে ট্রাক চালক ও ট্রাক আটক করা হয়৷ 

 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশ কাজ করছে।