বগুড়ায় আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ধুনট( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে ৪টি মামলায় মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা চালিয়ে ভাংচুর, উপজেলা বিএনপির দোয়া মাহফিলে হামলা চালিয়ে কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের মারপিট, আসাদুল ইসলাম নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়ে হত্যা চেষ্টা ও তার মাছের ঘেরে পাশে একটি টিনের ঘরে অগ্নিসংযোগ ও মালামাল চুরি সহ ৪টি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সে নিজ বাড়িতে আত্মগোপন রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিকের নামে নাশকতা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ সহ ৪ মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।