বগুড়ায় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১১ বার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বগুড়া জেলা দল গঠনের লক্ষ্যে ৭ দিনব্যাপী অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। 

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খাজা আবু হায়াত হিরু। 

 

এ সময় জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা, জেলা দলের কোচ রিফাত হাসান, ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ ৬০ জন কিশোর ক্রিকেটার উপস্থিত ছিলেন।

 

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল আগামী ১৪ ফেব্রুয়ারি রাজশাহী যাবে। ১৫, ১৬ ও ১৯ ফেব্রুয়ারি বি-গ্রুপে ৩টি ম্যাচ খেলবে বগুড়া দল। বগুড়ার প্রতিপক্ষ দলগুলো হলো— নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলা। ২২ ও ২৩ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ২৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।