মায়ের চিকিৎসার জন্য এসে ছেলের সঙ্গে পালিয়ে যাওয়া কিশোরীকে উদ্ধার
পুণ্ড্রকথা ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর টোকিও স্কয়ার থেকে নিখোঁজ হওয়া সুবা নামের এক কিশোরীকে দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়া কিশোরী সুবাকে তথ্য প্রযুক্তির সহায়তায় নওগাঁ সদর এলাকা থেকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিমের সঙ্গে নওগাঁ সদর থানার ওসি গিয়ে তাকে উদ্ধার করেছে। এখন সে ঢাকার পথে আছে। আদাবর থানায় পৌঁছানোর পর আমরা তাকে পরিবারের কাছে হস্তান্তর করব।
তিনি আরও বলেন, এ ঘটনাটি কোনো অপহরণের ঘটনা নয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে নিজ ইচ্ছায় চলে গেছে। এবং সে ছেলের সঙ্গে চলে গেছে। সেই ছেলের বয়স প্রায় ২০ বছর।
উল্লেখ্য, মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় আসা সুবা গত রোববার রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন টোকিও স্কয়ার মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়। সে বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।