বিপিএলে আর না খেলার হুমকি বরিশালের
পুণ্ড্রকথা ডেস্ক
টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে পৌঁছে গেছে ফরচুন বরিশাল। তবে শিরোপার লড়াইয়ে নামার ঠিক আগে দলটির মালিক মিজানুর রহমান রীতিমতো হুমকিই দিয়ে বসেছেন। পারিশ্রমিক বকেয়া, স্পট ফিক্সিংসহ নানা অনিয়মের সঠিক বিচার দাবি করেছেন তিনি। তা না হলে আগামী বিপিএল থেকে আর দেখা যাবে না ফরচুন বরিশালকে।
বিপিএলের এবারের মতো এত বিতর্কিত আসর আর কবে হয়েছে, তা নিয়ে সন্দেহ আছে। এই আসরে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে দুর্বার রাজশাহী, সঙ্গে চিটাগং কিংসও।
এর সঙ্গে যোগ করুন ম্যাচ গড়াপেটার সন্দেহ। বিভিন্ন সূত্রের দাবি, অন্তত দশজন ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার সন্দেহ রয়েছে, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা দুর্নীতি দমন সংস্থা (আকসু) এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি। এসব বিষয়ে বিসিবিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান।
তিনি বলেন, ‘এটা কোনো কথা হতে পারে না। আমরা চাচ্ছি যে এটার বিচার হোক ও তারা শাস্তি পাক। এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে, সে যত বড় মানের খেলোয়াড়ই হোক, যত বড় মানের ফ্র্যাঞ্চাইজিই হোক না কেন। এটার বিচার না হলে আমাদের মতো মানুষ থাকবে না। একেবারে সোজা কথা। কারণ আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয়, আর অন্যরা খেলা চালায় ফিক্সিং করে।‘
যা হয়েছে, তাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, ‘যা হয়েছে এমনটা হওয়া উচিৎ হয়নি। কাউকে দল দেওয়ার সময় দেখা উচিৎ ছিল তার সামর্থ্য আছে কি না। এটা নিয়ে আসলে কথা বলারও ইচ্ছা নেই, খুবই লজ্জাজনক ঘটনা। এর প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। বরিশালের কাছে কোনো বিদেশি খেলোয়াড় অন্তত অগ্রিম টাকা চায়নি। এবার চেয়েছে। বুঝতেই পারছেন বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ন হয়েছে।‘
তবে অনিয়মের সমালোচনা করলেও ভবিষ্যতে বিপিএলে থাকার ইচ্ছা আছে বরিশাল মালিকপক্ষের। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর বিসিবির পক্ষ থেকে আশ্বাস পেয়েছেন তারা।
মিজানুর রহমান বলেন, ‘এটা নির্ভর করছে কিছু বিষয়ের ওপর। তবে এই আসরে আমরা যথার্থ সম্মান পেয়েছি, বিপিএলের গভর্নিং কাউন্সিল আমাদের সঙ্গে কথা বলেছে, সময় দিয়েছে। আমরা কিছু আশ্বাসও পেয়েছি। মানুষ কাজ করতে গেলে পাঁচটির মধ্যে একটা ভুল হতেই পারে।‘