পেট্রলপাম্পের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৯ ।
দেশের খবর
পঠিত হয়েছে ১১ বার।

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার পেট্রলপাম্পে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে রাজশাহী বিভাগ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

 

 

তিনি বলেন, ভবিষ্যতে আলোচনা ছাড়া সড়ক ও জনপথ বিভাগের লিজ নেওয়া জায়গার ওপর গড়ে তোলা পেট্রলপাম্প উচ্ছেদ করা হবে না- এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হলো।

 

 

বৈঠকে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান ও পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ।

 

 

গতকাল সংগঠনটির রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান ও রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আবদুল জলিলের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (সোমবার) বগুড়ার আদমদীঘি থানা এলাকায় দুটি ফিলিং স্টেশনে কোনো ঘোষণা, নোটিস বা আনুষ্ঠানিক চিঠি দেওয়া ছাড়াই হঠাৎ উচ্ছেদ অভিযান চালায় নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রলপাম্প মালিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ। তারা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়মকানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। নিয়মিত রাজস্ব দিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অথচ দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হয়ে এলেও অতীতে কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে তাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।